স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের বই পড়ার কোনো বিকল্প নেই: এমপি জুয়েল আরেং

::দেওয়ান নাঈম,হালুয়াঘাট::ময়মনসিংহ-১(হালুয়াঘাট-ধোবাউড়া)আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জুয়েল আরেং বলেছেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের বই পড়ার কোনো বিকল্প নেই। আমাদের বই ভালোবাসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বই পড়তে ভালোবাসতেন। তিনি জেলে থাকা অবস্থায়ও অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময়ও নানা ধরনের বই পড়েছেন, বই লিখেছেন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর এই আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তিনি। জঙ্গিবাদ ও মাদক নির্মূলে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, বই পড়ার অভ্যাস সমাজে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ করতে পারে। এ সময় তিনি সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন।

বৃহস্পতিবার(৯ নভেম্বর) সন্ধ্যায় হালুয়াঘাট সাধারণ পাঠাগারের ৫০ বছর উদযাপন ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এমপি জুয়েল আরেং এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি খালেদুর রহমান আকন্দ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,মোরশেদ আনোয়ার খোকন,হালুয়াঘাট সাধারণ পাঠাগারের উপদেষ্টা বজলুর রহমান,সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সহ-সভাপতি দেবাশীষ দত্ত,যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কামাল রনি,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো.আশরাফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মোছা.সায়ফুন নাহার লিপি, সমাজ কল্যাণ সম্পাদক মো. হুমায়ুন কবির,সদস্য দেওয়ান নাঈম,শ্যামল কুমার দত্ত,মহিলা সদস্য গীতা দত্ত প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *