দেওয়ান নাঈম,হালুয়াঘাট:ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর)সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আওয়াদ হোসেন,উপজেলা
যুবলীগের আহব্বায় মো.নাজিম উদ্দিন আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মোহাম্মদ হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো.শহীদুল ইসলাম শহীদ,পৌর আওয়ামী লীগের নেতা রফিক মন্ডল,জাতীয় শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.শিপলু খাঁন।