দেওয়ান নাঈম,হালুয়াঘাট:বিনিয়োগে অগ্রাধিকার,কন্যা শিশুর অধিকার এই প্রতিবাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় গতকাল সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রশিদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু জুলহাস,সাংবাদিক দেওয়ান নাঈম প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু।