আনছারুল হক রাসেল, হালুয়াঘাট প্রতিনিধি: স্মার্ট স্কিলস্, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হালুয়াঘাট টিটিসির উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৩।
‘সম্ভবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে সোমবার সকালে হালুয়াঘাট টিটিসির কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিটিসি হালুয়াঘাট এর অধ্যক্ষ কাজী সিরাজউদ্দোহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান।
এসময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন টিটিসির প্রথম ব্যাচের শিক্ষার্থী দ্বীন ইসলাম, আনছারুল হক রাসেল, সহকারী ইন্সট্রাক্টর ইস্তিয়াক আহমেদ রুমি, ইস্ট্রাক্টর আবু তাহের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান বলেন, সারা বিশ্বে বাংলাদেশের দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ জনশক্তি প্রেরণ করে দেশের অর্থনীতিতে আরো এগিয়ে নেওয়া সম্ভব। সারা দেশে টিসিসি গুলো বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী করে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলছে।
অনুষ্ঠানে টিটিসির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ হালুয়াঘাটে মোটর ড্রাইভিং কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিটিসি হালুয়াঘাট এর মোটর ড্রাইভিং কোর্স প্রথম ব্যাচের শিক্ষার্থী দেওয়ান নাঈম।