::নিজস্ব প্রতিবেদক::
ময়মনসিংহের হালুয়াঘাটের শাকুয়াই সরকারি প্রাথিমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবের আলোচনা সভা আনুষ্ঠত হয়েছে।
রবিবার(১৮জুন) বিকালে শাকুয়াই সরকারি প্রাথিমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে এ আলোচনা সভা আনুষ্ঠত হয়।
শাকুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুকান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য মীর দিদারুল আলম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার আলম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাকুয়াই সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষক দেওয়ান নাঈম।
আলোচনা শেষে ছাত্র-ছাত্রীরা ছড়া,কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।