দেওয়ান নাঈম,হালুয়াঘাট:ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হালুয়াঘাট পৌর শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সরকার,সিনিয়র সহ-সভাপতি তাপস কুমার সরকার,চিন্ময় কুমার ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌহান,সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন চন্দ্র সরকার,শিক্ষা সম্পাদক শুভংকর ভট্টাচার্য ও প্রচার সম্পাদক রিংকু চক্রবর্তী কে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২ জুন) রাতে হালুয়াঘাটের থানা রোডে সনাতন যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে সনাতন যুব সংঘের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন সনাতন যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি তাপস কুমার সরকার,সহ-সভাপতি সুমন পন্ডিত, সাধারণ সম্পাদক হারাধন সরকার অঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক অরুপ সরকার রানা, প্রভাকর সরকার, সহ-সাধারণ সম্পাদক সুব্রত সরকার সুবীর, কোষাধ্যক্ষ গনেশ দাস ও শিক্ষা সম্পাদক উজ্জ্বল আচার্য্য সহ অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হালুয়াঘাট পৌর শাখার নেতাদের কে সংবর্ধনা
