ডেইলি মিডিয়া নিউজ ডেক্স:
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানীর ই বাইক। তার মধ্যে গ্রীণ ট্রাইগার, এক্সপ্লোয়েট ই বাইক, আকিজ, শ্যাডো, ইকো, ডন্জিন জংহা সহ নানা কোম্পানী। ই বাইক মূলত বাংলাদেশ আসে 2013-14 সালের দিকে। শুরুর দিকে গ্রীণ টাইগার আকিজ প্রচুর বাইক আমদানী করেছে চায়না থেকে। এই বাইকগুলোর বডি হালকা হওয়ায় গ্রাহক চাহিদা কম ছিল।
বর্তমানে দেশের স্বনামধন্য কোম্পানী ওয়ালটন তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইকটি বাজারে উন্মোচন করা হয়েছে। লাল, নীল ও ধূসর রঙের সাশ্রয়ী বাইকটির দাম মাত্র পড়বে ১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা। দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইটেও পাওয়া যাবে বাইকটি। রয়েছে সেখান থেকেই কেনার সুযোগ।
ওয়ালটন তাকিওন 1.00 মডেলে থাকছে 50 কি.মি স্পীড, 1.2 কিলো ওয়ার্ড হাব মটর, 72 ভোল্ট 23 এ্যাম্পিয়ার লিড এসিড ব্যাটারী।
এছাড়াও ওয়ালটনের আরো বিভিন্ন মডেল বাজারে আসতে শুরু করেছে। ওয়ালটনের বাইকগুলো মজবুত টিকসই হওয়ায় দাম একটু বেশী। বাজারে যে সকল বাইক বর্তমানে রয়েছে তার মধ্যে ওয়ালটন বাইকের গুণ মান সেরা এবং দাম বেশী।