ডেইলি মিডিয়া ডেস্ক রিপোর্ট:ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে কৃষি ব্যাংকের দক্ষিন পাশে ‘‘হোটেল আল সিয়াম’’অত্যন্ত মনোরম পরিবেশে ও রুচিশীল মান সম্মত খাবার পরিবেশনে ইতিমধ্যেই সকলের দৃষ্টি কেড়েছে।
এই হোটেলটি স্থাপিত হওয়ার পর থেকে অন্যান্য হোটেলগুলোর চেয়ে স্বাস্থ্যকর পরিবেশে ভাল মানের খাবার পরিবেশন করা হচ্ছে বলে জানিয়েছে এই হোটেলের একাধিক ভোক্তা। ভোক্তারা জানান,হোটেল আল সিয়ামের কার্যক্রম শুরু হওয়ার পরপরই অসাধারণ ঘরোয়া পরিবেশে ভোক্তাদের সু-স্বাস্থ্য বজায়ের লক্ষ্যে ভেজাল মুক্ত, স্বাস্থ্যকর পরিবেশে এবং খাবারের সঠিক মুল্যে খাবার পরিবেশন করা হচ্ছে। হোটেলটিতে রয়েছে পর্যাপ্ত জায়গা ও নারীদের জন্য রয়েছে আলাদাভাবে বসার আর খাবারের স্থান। এছাড়াও বিভিন্ন খাবারের অর্ডারও সরবরাহ করা হয়। এ সকল কার্যক্রমকে ঘিরে হোটেলটিতে সব মিলিয়ে যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। এ হোটেলে সার্বক্ষনিক ভোক্তাদের সেবা দিতে পর্যাপ্ত কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লক্ষ্য করা যায়, দূর-দুরান্ত থেকে ভোক্তারা এই হোটেল আল সিয়ামে খেতে আসেন। জনৈক এক ভোক্তা জানান, হালুয়াঘাটে অন্যান্য হোটেলের চেয়ে এই হোটেলে ভাল মানের খাবার পরিবেশন করা হয়। তাই প্রায় সময়-ই সুযোগ পেলেই ছুটে আসি এখানে খেতে। এছাড়াও এ হোটেলে রয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ, যা এমনিতেই ভোক্তাদের আকর্ষণ করে।
স্বনামধন্য হোটেল আল সিয়াম এর মালিক মোঃ সিরাজুল ইসলাম জানান, আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি ভাল মানের খাবার পরিবেশন করতে। ভোক্তাদের সু-স্বাস্থ্য বজায়ে ভেজাল মুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হোটেলটির যেন সুনাম বজায় থাকে এবং ভোক্তাদের চাহিদানুযায়ী ন্যায্য মুল্যে স্বাস্থ্যকর ও ভাল মানের খাবার পরিবেশন-ই আমাদের লক্ষ্য। এ বিষয়ে তিনি সকলের কাছে দোয়াও চেয়েছেন।যে কোন অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়। প্রয়োজনে মোবাইল:০১৯৬০০৯১৫৬২।