দেওয়ান নাঈম,হালুয়াঘাট:
ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২২-২৩ অর্থ বছরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় রবি মৌসুমে বাস্তবায়িত ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৪মে) দুপুরে হালুয়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার গাজিরভিটা ইউনিয়নে পূর্ব সমনিয়াপাড়া এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি সম্প্রচার অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ কৃষিবিদ মো. মতিউজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রমাণিক।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন সহ প্রান্তিক কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা এবি এম লুৎফর রহমান (নয়ন)।