ব্যাংকের অ্যাপভিত্তিক লেনদেনে ডাচ্–বাংলা ব্যাংকের সেবাটির অবস্থাও একই। নেক্সাস পে নামের অ্যাপটিও ডাউনলোড করা হয়েছে ১০ লাখের বেশি। গুগল প্লে স্টোরে এ অ্যাপের রেটিংও ৪ দশমিক ৪। তবে অ্যাপটি নিয়ে মন্তব্যকারীর সংখ্যা সেলফিনের তুলনায় বেশি। ৬৪ হাজারের বেশি লোক এই অ্যাপ নিয়ে মন্তব্য করেছেন।
রাজধানীতে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চাকরিসূত্রে ব্যাংকে হিসাব খুলেছি। তাতে এখন আর আগের মতো প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাতে ব্যাংকে যেতে হচ্ছে না। অ্যাপ থেকে সরাসরি টাকা পাঠাতে পারি। এতে সময় যেমন বাঁচছে, তেমনি দ্রুত টাকা পৌঁছে যাচ্ছে।’ ডিজিটাল ব্যাংকিং সেবার ফলে জীবন এখন অনেক সহজ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তবে শুধু ব্যাংক নয়, বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অ্যাপসভিত্তিক লেনদেন হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে ৩ হাজার ৪৭৫ কোটি টাকা লেনদেন হয়েছে এমএফএসের মাধ্যমে। এই লেনদেনের অধিকাংশ হয়ে থাকে অ্যাপসের মাধ্যমে।