হালুয়াঘাটে ৪র্থ পর্যায়ে ভূমিহীনদের ঘর প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে ১ম ধাপের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০মার্চ) বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ১৮ টি ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হবে ।আগামী ২২ মার্চ সকাল ১০.৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে এই ঘরগুলো উদ্বোধন করবেন। সে ধারাবাহিকতায় উদ্বোধনের পর হালুয়াঘাটে ১৮ টি ঘরের জমির কুবুলিয়তের কপি,ডিসিআর, খতিয়ান ও সনদপত্রসহ ফোল্ডার উপকারভোগী পরিবারের নিকট হস্তাস্তর করা হবে।

“ মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” দেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার এই মহতী স্বপ্নকে বাস্তবে রূপান্তরের লক্ষ্যে খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবারের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

১ম, ২য় ও ৩য় পর্যায়ে সর্বমোট ২০৯ গৃহের কাজ সম্পন্ন হয়েছে এবং গৃহসমূহ উপকারভোগী পরিবারের অনুকূলে হস্তান্তর করা হয়। যার মধ্যে হালুয়াঘাট উপজেলায় ২০৯ টি গৃহ অন্তর্ভূক্ত ছিল।

উক্ত ২০৯ টি গৃহে বিদ্যুতায়ন, সুপেয় পানির ব্যবস্থা ও যোগাযোগের রাস্তা নির্মাণ/ পূনঃনির্মাণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ১৭৮ টি গৃহের বরাদ্দ পাওয়া যায় এবং গৃহ সমূহের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ৩য় পর্যায়ে মোট ২০৯ টি দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা একক গৃহ বরাদ্দ প্রদান করা হয়। গৃহগুলোর গৃণগত মান নিশ্চিত করাকে সর্বোচ্চ দ্রুত গৃতিতে নির্মাণ কাজ এগিয়ে গেছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান,সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ,উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আলাল উদ্দিন,উপ-সহকারী প্রকৌশলী মো.আনোয়ার হোসেন শামীমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *