হালুয়াঘাট প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে ১ম ধাপের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০মার্চ) বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ১৮ টি ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হবে ।আগামী ২২ মার্চ সকাল ১০.৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে এই ঘরগুলো উদ্বোধন করবেন।
সে ধারাবাহিকতায় উদ্বোধনের পর হালুয়াঘাটে ১৮ টি ঘরের জমির কুবুলিয়তের কপি,ডিসিআর, খতিয়ান ও সনদপত্রসহ ফোল্ডার উপকারভোগী পরিবারের নিকট হস্তাস্তর করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান,সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ,উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আলাল উদ্দিন,উপ-সহকারী প্রকৌশলী মো.আনোয়ার হোসেন শামীমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।