হজ্জ নিবন্ধনের সময় বৃদ্ধি

হজযাত্রীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় চূড়ান্ত ও শেষবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৬ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং শেষবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে।

জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে গত ২২ ফেব্রুয়ারি নিবন্ধনের সময় পাঁচ দিন বাড়ানো হয়। এরপর হজযাত্রীদের নিবন্ধনের সময় ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। গতকাল মঙ্গলবার শেষবারের মতো হজের সময় বাড়ানো হয়েছে।

হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব) এবং অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ জানিয়েছে, এ বছর হজ প্যাকেজের অতিরিক্ত মূল্য নির্ধারণের কারণে অনেক হজযাত্রী নিবন্ধন করতে আগ্রহী হচ্ছেন না।

আশকোনা হজ ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৬৯৯ জন হজযাত্রী। সময় বাড়লেও প্রত্যাশিত হজযাত্রীদের সাড়া পাচ্ছেন না এজেন্সি মালিকরা। কয়েকজন এজেন্সি মালিক কালের কণ্ঠকে জানান, এবার তাঁদের প্রত্যাশা ছিল ৭০০-৮০০ হজযাত্রী নিবন্ধনের। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত নিবন্ধন করেছেন ১০০ থেকে ১৫০ জন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। এরই মধ্যে সরকারি ও বেসরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

সরকারিভাবে এ বছর হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৫ টাকা, বেসরকারিভাবে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এবারই প্রথম শতভাগ হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *