দেওয়ান নাঈম,হালুয়াঘাট:
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে ৯নং খন্দকপাড়া ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ রওশন কামাল রনি’র নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ করেন। প্রচারনা ও গনসংযোগ খন্দকপাড়া নিজ বাসায় নির্বাচনী অফিস কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থক নিয়ে মতবিনিময় সভা করেন।
উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ রওশন কামাল রনি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচনী পথসভা,গনসংযোগসহ সার্বিক বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ার্ডের বিভিন্ন গুনীজনরা। মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী মোঃ রওশন কামাল রনি বলেন,আমার এলাকাতে মাদক,সন্ত্রাস সহ সকল প্রকার অপরাধ নিমূলে আমি কাজ করবো। আগামী ১৬ মার্চ নির্বাচনে আমার উটপাখি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড় হিসাবে রুপান্তরিত করবো।