৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে । শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। আহত হয়েছে অন্তত ২৫ জন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে বর্তমানে উদ্ধারকাজ চলছে।
সীতাকুণ্ড সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের ঘটনায় ১৫জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সীমা অক্সিজেন লি. নামে প্লান্টে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। এদিকে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অক্সিজেন প্ল্যান্টের পাশের দোকান (ফারিয়া এন্টারপ্রাইজ) মালিক ইদ্রিস ব্যাপারী গণমাধ্যমকে জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে লোহা-লক্কড় উড়ে এসে পড়েছে। বিস্ফোরণের পর প্ল্যান্টের ভেতর থেকে আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।