দেওয়ান নাঈম,হালুয়াঘাট:
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ১৬ মার্চ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো.খায়রুল আলম ভূঞার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১মার্চ) বিকালে পৌরসভার তিন নম্বর ওয়ার্ড উত্তর বাজার ঋষি পাড়া সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের সদস্য আসমাউল হোসনা শিমুল,উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ,পরিমলসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র প্রার্থী হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মো.খায়রুল আলম ভূঞার বিগত পাঁচ বছরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে এর ধারাবাহিকতা রক্ষায় ভোটারদের কাছে পুনরায় ভোট চান।