১৬ মার্চ ইভিএম এর মাধ্যমে প্রথমবারের মতো সম্পন্ন হবে হালুয়াঘাট পৌরসভা নির্বাচন

আনছারুল হক রাসেল, হালুয়াঘাট, ময়মনসিংহ ॥ আগামী ১৬ মার্চ হালুয়াঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে প্রথমবারের মতো হালুয়াঘাট পৌরবাসী ইভিএমএর মাধ্যমে ভোট প্রদান করবে। এর আগে জেলা পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়। তার মধ্যে মেয়র পদে প্রার্থিতা বাতিল হয় এক জন এবং ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থীতা বাতিল হয় এক জনের।

যাচাই বাছাইয়ের পর মেয়র পদে চারজন বৈধতা পায়। বৈধ চারজন হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত খায়রুল আলম ভূঞা, স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ, আব্দুল হামিদ, নাদিম আহমদ। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ব্যাংক ক্লিয়ারেন্স না থাকায় আব্দুল মোতালেব এর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে আব্দুল মোতালেব জানান, আপিল করেছি আগামী রবিবার প্রার্থীতা ফিরে পাব।

সংরক্ষিত ১ নং ওয়ার্ড (মহিলা) কাউন্সিলর ৩ জন, ২নং ওয়ার্ড (মহিলা) ২ জন, ৩ নং ওয়ার্ড (মহিলা) ৩ জন। কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ড থেকে এক জন, ২ নং ওয়ার্ড থেকে ৩ জন, ৩ নং ওয়ার্ড থেকে ৫ জন, ৪ নং ওয়ার্ড থেকে ৪জন, ৫ নং ওয়ার্ড থেকে ৩ জন, ৬ নং ওয়ার্ড থেকে ২ জন, ৭ নং ওয়ার্ড থেকে ৩ জন, ৮ নং ওয়ার্ড থেকে ৩ জন, ৯ নং ওয়ার্ড থেকে ৩ জন মোট ৩৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। ১ নং ওয়ার্ডে শেখ আব্দুস সবুরের প্রার্থীতা বাতিল হয়।

হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল জানান, ইভিএম এর মাধ্যমে ১০ টি কেন্দ্রে হালুয়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দুইজন প্রার্থী বাছাইয়ে বাদ পরেছেন তারা ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত আপিল করার সুযোগ পাবে।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৫৪ জন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী। ২৮ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ। ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *