ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হালুয়াঘাট জোনাল অফিসে দুর্নীতি আর অনিয়মে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নানা অভিযোগ রয়েছে অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে।
উপজেলার জুগলী ইউনিয়নের রান্ধুনীকুড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহীন মিয়া দালাল ছাড়া সংযোগ নেওয়ার জন্য আবেদন করে হালুয়াঘাটের পাগলপাড়া গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের জোনাল অফিসে। অফিস কর্তৃপক্ষ আবেদনটি বাতিল করে দেয়। পুনরায় আবেদন করে রান্ধুনীকুড়া গ্রামের শাহীন মিয়া। আবারো আবেদন বাতিল করে দেওয়া হয়। পর পর পাঁচ বার আবেদন করে বাতিল হয়ে যাওয়ার কারণ জানতে শাহীন অফিসের এজিএম ইমরান এর সাথে যোগাযোগ করে। এজিএম তাকে জানায় তার ছবি সুন্দর না হওয়ায় এবং একটু বাকা হয়ে যাওয়ায় আবেদনগুলো বাতিল হয়েছে।
শাহীন জানায়, অফিসের দালালরা ৩-৪ হাজার টাকা করে নিয়ে সংযোগ প্রদান করে। দালাল বিহীন বৈধভাবে সরকারী ফি জমা দিয়ে সংযোগ নিতে গিয়ে হয়রানীর শিকার হয়েছি।
নলুয়া গ্রামের জসিম উদ্দিন নামে এক গ্রাহক অভিযোগ করেন, বিদ্যুৎ বিলের সময় চলে গেলে আমার বাড়িতে বিল নিয়ে যায় পল্লী বিদ্যুৎতের লোকজন। এতে প্রতি মাসেই আমার জরিমানা গুনতে হয়।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-০৩, হালুয়াঘাট জোনাল অফিসের এজিএম ইমরান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ছবি সুন্দর না হওয়ায় এবং অন্যান্য ডকুমেন্ট স্পষ্ট না হওয়ায় তাহার আবেদনগুলো বাতিল হয়েছে। তবে তার সর্বশেষ আবেদনটি মঞ্জুর করা হয়েছে।